মেঘের মধ্যে আমার বাড়ি
সেই বাড়িতে নজরদারি
করলো জারি চাঁদ
চাঁদের কাছে কে পাঠালো আমারই সংবাদ।।
আমার যত বৃষ্টি কথা
ঝরলো না কেউ চাঁদের ’পর,
জোসনা রাণীর ভালোবাসায়
ভরলো তবু আমার ঘর।।
মনের জমিন চাষ দিয়ে তাই
চাঁদের জন্য প্রেম আবাদ।
হঠাৎ সেদিন দমকা হাওয়া কয়
চাঁদের বুকে ঘৃণা শুধু ভালোবাসা নয়,
চাঁদের পানে চেয়ে চকর
জোসনা তারই উপহার,
মধ্য পথে পথ কেটেছো
শত্রু হয়ে বারংবার।।
বাধ্য হয়ে বন্দী তারে
এখন তুমি দাও আজাদ।
১৮.০৫.২০
মন্তব্য করুন