একটা চিঠি পাখির নামে একটা চিঠি পাতার
একটা চিঠি কাব্যে ভরা তোমার খেরো খাতার
কবি ও…. , তুমি অমন উদাস হইলা ক্যান
ভ্রমর হইয়া ফুলের সঙ্গে কথা কইলা ক্যান।।
চাঁদনি রাতে তোমার সাথে জোছনা করে ভাব
শাওন মাসে বৃষ্টি বুঝি রূপসী মেমসাব
তাদের নিয়ে কাব্য গীতে ভরা তোমার খাতা
ওসব নিয়ে একটুও নেই আমার মাথাব্যথা;
কেবল তুমি নিজের দিকে একটু দিও ধ্যান।।
বাবুই পাখির বাসা যেনো আওলা তোমার চুল
তোমার প্রেমে পড়াই আমার হইছে বড় ভুল।
চাওনা কবি দালান বাড়ি, তেলের গাড়ি কও
চাইলে অমন নদীর মতো ক্যামনে তুমি বও
আকাশ-তারার সঙ্গে তোমার ক্যামনে পিরিত হয়
ক্যামনে তারা তোমার সাথে মনের কথা কয়?
আমায় তুমি শিখায় দিও সময় কাটে য্যান।।
১৯.০৫.২০
মন্তব্য করুন