একটা সবুজ চাদর এনে দাও
আমি হৃদয়টা জড়িয়ে রাখি
জানালার পর্দা সরাও
শোনো গলা ছেড়ে গাইছে পাখি।।
আজ শেষরাতে নেমেছিলো ঘুম
চোখের পাতায় ঘন সর,
আহা! ফজরে হইনি শামিল
তাই আঁধারেই ডুবে আছে ঘর।।
আমার ওযুর পানি দাও
আমি সেজদায় লুটিয়ে থাকি।
প্রিয় বিছানার নরম আদর
যেনো আমাকে আটকাতে চায়
আমি মুসাফির থাকবো পথে
তবু বার বার পড়েছি ধোকায়।
শোনো বৃষ্টির রুমঝুম রাত
মিষ্টি আলোয় ভেজা ভোর
যদি প্রশ্ন করো আমি কার
তবে একটাই হবে উত্তর।।
সকল প্রসংশা তাঁর
আমি সুখে-দুখে তাঁকেই ডাকি।
২৭.০৫.২০
এই গানটির কাজ চলছে…
মন্তব্য করুন