তোমার চোখের তারায় বলো
কোন সে আলোর ঝলকানি
রক্তে তোমার কিসের ঢেউ,
পুষলে বুকে কার বাণী?
কোন কাফেলার যাত্রী তুমি
মুচকি হেসে কাড়লে ঘুম,
বারুদ হয়ে জ্বলতে জানো
প্রেম শেখাতে হও কুশুম!
২৮.০৫.২০
তোমার চোখের তারায় বলো
কোন সে আলোর ঝলকানি
রক্তে তোমার কিসের ঢেউ,
পুষলে বুকে কার বাণী?
কোন কাফেলার যাত্রী তুমি
মুচকি হেসে কাড়লে ঘুম,
বারুদ হয়ে জ্বলতে জানো
প্রেম শেখাতে হও কুশুম!
২৮.০৫.২০
মন্তব্য করুন