ঝড়ের মালিক বানের মালিক শোনো / সাইফ আলি ডিসেম্বর 1, 2020সাইফ আলি তবুও আসলে ঈদ এই জনপদেকাতারে কাতারে দাঁড়িয়ে বাঁধবো হাত,হে প্রভূ তোমার পরীক্ষা হলে শেষউপহার দিও কাঙ্ক্ষিত জান্নাত। ঝড়ের মালিক, বানের মালিক শোনোশত কষ্টেও অভিযোগ নেই কোনো,অনুরোধ শুধু সর্বহারার দিকেছুড়ে দিও কিছু ফেরদাউসের ফুল।২৫.০৫.২০ শেয়ার করুনTwitterFacebookTumblrLinkedInEmailPrintRedditPinterestPocketTelegramWhatsAppSkypeLike this:Like লোড হচ্ছে...