ভালোবেসেছি তাই তোমার আঁধার
চোখের কাজল ভেবে ভুল হয়,
কোনো মিল নেই তবু তোমার কথাই
কালজয়ী কবিতার তুল হয়।।
এই পৃথিবী কোনো সুখের ঠিকানা মনে হয়নি আগে
তবু কেনো যে আমি পথহারা হয়ে যাই তোমার রাগে
তুমি কোকিল তো নও
তবু বসন্ত আসে কেনো তোমার ডাকে!
হায় চারিদিক কেনো তোমারই বিরহে ব্যকুল হয়!!
কিযে সহসা সব এলোমেলো হয়ে গেলো বুঝিনি আমি
শোনো মানবী যদি মন দিই দিয়েছি তা সবচে দামী
তুমি দোকানি তো নও
বড় ভয় হয় দরদামে তেমার সাথে
যদি ঠকে যাই তবে কোনো ব্যথা তার সমতুল নয়।।
২৬.০৫.২০
মন্তব্য করুন