যেনো ভাঙনের পেটে এক ফুল
ভাসে সোনালী আলোয় তার চুল
যার মুঠো খুলে পাওয়া শাদা মেঘ
জুড়ে বৃষ্টি মেয়ের বায়না।
তার চোখ ভরা স্বপ্নের লাশ!
সে এখনো করেনি তার চাষ
তবু খুবলে ছিঁড়েছে তার বুক
এই সমাজেরই কোনো হায়েনা।
তার রঙচঙে পালকের সুখ
নিয়ে চলে গেলো ডাকাতের দল
তবু আমাদের ভাঙলো না ঘুম
জানি এ ঘুমের নেই কোনো তল।
তার ওড়না পেচানো দুই হাত
আর রেখে যাওয়া অভিসম্পাত
আমাদের ভোগাবে ভীষণ;
কোনো মৃত্যু এভাবে চাই না।।
২৮.০৫.২০
বিচারহীনতার ফলে ধর্ষণ এখন মার্জনীয় অপরাধ। এ দায় গোটা সমাজের।
মন্তব্য করুন