সন্ধ্যার মুখোমুখি দাঁড়ালেই
মনে হয় আয়নাতে দেখছি নিজের মুখ,
এইতো এখোনি আমি নিভে যাবো চলে যাবো
রাত্রির হাত ধরে আড়ালেই।।
তবু কেনো মন চায় শতবছরের এক বটের জীবন
পাপের বোঝা নিয়ে কুঁজো হয়ে হেঁটে কিযে শান্তি সে পাই
ফিরতেই হবে যদি কেনো বাঁধে ঘর এই মিথ্যে মায়ায়!?
মৃত্যুকে ছুঁই যেনো হাত বাড়ালেই।।
সকালের ঝলমলে শৈশব শেষ
দুপুরের কোলাহল থেমেছে
বিকেল গড়িয়ে এলো সন্ধ্যা যখন
রাত্রির হাত ধরে নেমেছে।
তবু এই সন্ধ্যায় গোধূলির লাল দেখে ভরে ওঠে মন
মনে হয় ধুপছায়া এলো বুঝি ফিরে, হায়! ভুল ভেঙে যায়
রাত্রির হাত ধরে আমার পৃথিবী ঢোকে ঘুমের পাড়ায়।
ভাঙবে কি ঘুম ফের সকাল হলেই??
১৯.০৫.২০
মন্তব্য করুন