বাতাসের ঘর, রৌদ্রের সর
সবুজ বনানী আর মরু প্রান্তর
আকাশের নীল, তারা ঝিলমিল
রূপোলী আলোয় ঘেরা চাঁদ স’দাগর।।
যার দান সে মহান স্রষ্টা আমার
জেনে রাখো সবটুকু প্রসংশা তাঁর।
বাকলের পেট চিরে সবুজের ঘুম
ভাঙালো কে ভেবেছো কি তুমি কখনো
মেঘেদের খামে ভেজা বৃষ্টির ফুল
নতুন কি ছড়া কাটে তুমি কি শোনো।।
ভেবেছো কি কখনো এতো উপহার
কে পাঠায়? এসো গাই প্রসংশা তাঁর।
জালিমের মতো আর না করি জুলুম
আমাদের হাতগুলো ভাঙনের নয়
সত্যের পথে দৃঢ় থাকে যেনো পা
মনে যেনো থাকে শুধু আল্লা’র ভয়।।
তাহলেই ফের হবে পৃথিবী রঙিন
সফলতা দিয়ে লেখা উপসংহার।
২৬.০৫.২০
মন্তব্য করুন