সুখের পাখি ছোট্ট ডাকে
দুঃখ ডাকে বড়,
আলোর দেখা পায়না রে মন
আঁধার করে জড়ো।।
প্রাপ্তি সাগর মাথায় নিয়ে
খালের দুঃখ জীবনভর,
আকাশ বাতাস থাকবে পড়ে
শেষ ঠিকানা মাটির ঘর।।
মাগফিরাতের আর্জি প্রভূ
আমায় ক্ষমা করো।
যোগ বিয়েগের শাস্ত্রে কেবল
বিয়োগ ব্যথায় কান্দে মন
তাইতো কেবল ভাঙতে থাকে
ভাঙা গড়ার এই ভুবন।
শূন্য শূন্য ডাইনে বায়ে
শূন্য ছাড়া অংক নাই,
যোগ বিয়োগের হিসাব শেষে
শূন্যতাতে মুখ লুকায়।।
এক থেকে নয় কেউ যদি হয়
সঙ্গী, তাকে ধরো।
১৮.০৫.২০
মন্তব্য করুন