পাগলা হাওয়ার দাপট ছিলো যখন এ নিঃশ্বাসে
তখন তুমি ফিরিয়ে দিলে দারুণ অবিশ্বাসে।
এখন আমার আড়ষ্ঠ পা বন্ধ মুখের বোল
আস্তে ধীরে খুলছো তুমি শামুক মুখের খোল?
সোনার সে কাল শেষ হয়েছে এখন দেবো ডুব
আমার সাথে ডুবতে তোমার ইচ্ছে বুঝি খুব!
০১.০৬.২০
পাগলা হাওয়ার দাপট ছিলো যখন এ নিঃশ্বাসে
তখন তুমি ফিরিয়ে দিলে দারুণ অবিশ্বাসে।
এখন আমার আড়ষ্ঠ পা বন্ধ মুখের বোল
আস্তে ধীরে খুলছো তুমি শামুক মুখের খোল?
সোনার সে কাল শেষ হয়েছে এখন দেবো ডুব
আমার সাথে ডুবতে তোমার ইচ্ছে বুঝি খুব!
০১.০৬.২০
মন্তব্য করুন