আকাশ ঢাকার সামর্থ নেই
চোখ বুজেছি তাই
বিশাল সাগর আটকে গেছে
মনের বারান্দায়…
রাত্রি আড়াল করলো যাকে
চন্দ্র ডাকে প্রেমিক তাকে
প্রেমের নৌকা জোছনা বায়।।
প্রেম পোড়া মন দুঃখ বরণ করে নির্দিধায়…
সূর্য যেমন সয়না চোখে
মাঝ দুপুরে মাথার ‘পর,
কষ্ট ছাড়া সয়না রে মন
একটানা এই সুখের ঘর।
তাই
পোষ মানা এই সমুদ্রকে
ডুবিয়ে রেখে নীলচে শোকে
সৈকতে ঝিনুক কুড়াই।।
মুক্ত সুখে মজলে রে মন শুকরিয়া জানাই
আল্লা’র শুকরিয়া জানাই….
৩১.০৫.২০
মন্তব্য করুন