আম পাতা জাম পাতা নিম পাতা নিম
টুনটুনি পাড়লো ছোট এক ডিম
ডিম ফুটে বের হলো ছোট্ট ছানা
আয় সোনামণিরা আয় দেখে যা।।
চোখ ফোটেনি হায় অন্ধ ছানা
পালক বিহীন তার নাজুক ডানা
চুপচাপ বসে আছে পাতার ঘরে
খfবার আনতে গেছে দূরে তার মা।।
দেখেনি তো এখনো সে রোদ ঝলমল
ঝড়ের বাতাস আর জল টলমল
বড় হয়ে ঘুরে ঘুরে দেখবে সবই
এখন নিষেধ তার মেলেতে ডানা।।
এক দিন দুই দিন যায় দিন যায়
ঝলমলে রোদ মাখে তরুণ ডানায়
তারপর একদিন বাতাসে ভেসে
ছুঁয়ে আসে স্বপ্নের নীল সীমানা।।
০২.০৬.২০
মন্তব্য করুন