এই শহরে রাত কেটে যায়
একা রাস্তায়
হেঁটে হেঁটে খুঁজি তোমায়
পাখি ও…
যেখানে থাকো ভালো থাকিও।।
টিক টিক টিক টিক ঘড়ির কাটা
সকালে একটা ডিম পরোটা
তারপর অফিসের চেয়ার টেবিল
প্রতিদিন একই এই অন্তমিল;
অফিস ছুটির পরে একলা একা ঘরে
তোমাকে মনে পড়ে, খবর দিও।।
পুরোনো দিনের গানে এখনো তোমাকে টানে
কড়া লাল চা?
নাকি ওসব আর ভালো লাগে না-
দিন বদলের সুরে সেধেছি গলা
হয়নি ওসব কিছু তোমাকে বলা
ডাইরির পাতা ভরা হাবিজাবি শর্করা
তুমিও সেখানে আছো, আছি আমিও।।
০৬.০৬.২০
মন্তব্য করুন