(শরীরে জমেছে মেদ
ভারী হয়ে গেছে পা,
গচ্ছিত সব মালামাল নিয়ে
পথ চলা যাবে না।
এই ঝাড়বাতি জ্বলা বেডরুম
এই বিশাল কক্ষ ডাইনিং
তবু রাত আনলোনা সুখ-ঘুম
হায়! নিয়তি…
নেবে ভান্ডার ভরা খাদ্য
এই সঙ্গীত এই বাদ্য
শুধু আমাকে নেবে না মহাকাল
হায়! নিয়তি…) – আবৃত্তি
চোখের পাতায় জমে ওঠা মেঘ
গলে গলে যায় যদি সেজদায়
রাতের আঁধারে আকুল আবেদন
রহিম রহমান কিভাবে ফেরায়!
শোনেনা এ মন মানে না বারণ
বারে বারে হায় বিপথে হারায়,
পোড়া এই চোখ কেনো ঢাকে না
রঙিন পাপেরা ডাকে ইশারায়।।
ধরা দেয় পা কেনো অসহায়
পরিচিত ফাঁদ তবু ভুলে যায়;
মরিচিকা সুখ ডাকে কি মায়ায়
দু’দিনের এই রঙের দুনিয়ায়।।
০২.০৬.২০
মন্তব্য করুন