তোর স্বপ্ন ভরা বুক
আমি কান পেতে শুনি
উদোম সে ঝরোকায়
বয় হাওয়া ফাল্গুনী।।
তোর ছোট্ট দু’টো চোখ
যেনো দু’দুটো আকাশ
কত লক্ষ তারকার
সেখানে বসবাস।।
আমি দেখি সারারাত
আর খেয়ালে গুণি…
শত দুঃখ যাতনায়
খুব সহজ যাতায়াত
তোর নমনীয় মন
আর মুষ্ঠিবদ্ধ হাত ।
শান্তির ফেরিওয়ালা
তুই একটু শুনে যা
তোর সঙ্গী হতে চাই
আমাকে সঙ্গে নিয়ে যা।।
চল তাওহিদের এ বীজ
আজ একসাথে বুনি…
০৭.০৬.২০
মন্তব্য করুন