চোখের ভাষা মুখের চেয়েও সরল হলে
বলতে পারো প্রেম হয়েছে তোমার আমার।
পরষ্পরে পরষ্পরের মাথা ব্যাথায় কাতর হলে
কিংবা কেবল সূত্র ধরে পৌঁছে গেলে খুব গভীরে
একটুও পথ ভুল না হলে
তখন তুমি বলতে পারো প্রেম হয়েছে তোমার আমার।
প্রেম হয়েছে পাখির সাথে পাখির ডানার
প্রেম হয়েছে পাপড়ি এবং ফুলের রেণুর
প্রেম হয়েছে নদীর এবং নরম পলির।
তোমার আমার প্রেম নিয়ে যে কাব্য হবে
এক চরণেই শেষ হবে তার সমস্ত ভাব
কিন্তু তাতে এক জীবনের গল্পগুলো
পাশাপাশি থাকবে যেমন পুঁথির মালা।
২৯.০৫.২০
মন্তব্য করুন