রাতের অন্ধকার হতাশা আনে
বন্ধু তোমার দুর্বল ঈমানে,
রাত আনে শান্তি, ইবাদাতের প্রিয় সেই মধুক্ষণ
একান্ত নির্জনে স্রষ্টার সাথে হয় কথোপকথন।।
ঈমানের দাবি যদি থাকে তোমার
আশায় বসতি গড়ো
হতাশায় ডুবে কেনো মরো বারেবার;
হতাশা আনে না ভালো কোনো অর্জন।।
দিনের সফর শেষে রাত্রির আবরণে
মুসাফির চোখ বোজো বিশ্রাম নাও,
নিজেকে আরো বেশি প্রাণবন্ত আর
বিনয়ী বানাও।
হতাশা কখনো যদি মনটাকে ছোঁয়
শেষরাতে সেজদাতে
খুঁজে নিও শান্ত্বনা অশ্রু ছেড়ে
দেখবে আবার জেগে উঠবেই মন।।
০৬.০৬.২০
মন্তব্য করুন