ঘামে ভেজা আস্তিন মুখটা মলিন
তবু দুই চোখে যার স্বপ্ন রঙিন
সেই তো বাবা,
সেই তো আমার চোখে সবচে সেরা
তার বাহু বন্ধনে সুরক্ষিত আমি রয়েছি ঘেরা।।
বাবা আমার ঢাল শুভ্র সকাল
বাবা আমার প্রিয় পায়েসের থাল
উত্তাল সফরের সঙ্গী হয়ে বাবা ধরে রাখে হাল।
চোখের তারায় তার জ্বলজ্বল করে জ্বলে স্বপ্ন সুখেরা।।
বাবা সেই বৃক্ষের নাম
যার ছায়াতে বসে নিরিবিলি নির্ঝঞ্ঝাট
আঁকা যায় বহু দূর পথ
যার কাছে নেওয়া যায় জীবনের সংগ্রামী পাঠ।
বাবা আমার ঘর আঙুলের ভর
কখনো আমার চোখে হয়না ধুসর
জীবনে চলার পথে কখনো ভয়ে যদি কাপে অন্তর
তার কথা ভাবতেই খোদার রহমে ফিরে আসে সাহসেরা।।
১১.০৬.২০
বি দ্র: ‘সেই তো আমার চোখে সবচে সেরা’ বলতে অবশ্যই পুরুষ জাতির মধ্যে। সন্তানের কাছে মায়ের অবস্থান সবচে উপরে।
মন্তব্য করুন