চোখ ফুটেছে নতুন নতুন
যা দেখি সব চমৎকার
হা তে হা হই না তে না কই
নেতার কথায় অমত কার?
ফোড়গুলো সব নতুন নতুন
পুচ্ছদেশে মুছছি মুখ,
দিনগুলো সব রঙিন রঙিন
সবচে বড় মনের সুখ।
আমলা-বাড়ির মামলাতে ভাই
নাক গলানোর সময় নাই,
দেয়াল চুইয়ে যেটুক নামে
সেটুক চেটেই সখ মিটাই।
চামচা না ভাই গামছা গলায়
নাম নিয়েছি সমর্থক,
সব কিছুতে বিতর্ক ক্যান
ওসব করা অনর্থক।
হিংসে করে লাভ হবে না
চলতে হবে হেকমতে,
বুঝতে হবে চালগুলো সব
মন্ত্রী-ঘোড়ার চেকমতে।
তোমরা যারা বিপ্লবী ভাই
সফল হলে করবো বড়াই
বলবো ছিলো সমর্থন,
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়েই
আজ আমাদের এ অর্জন।
১৪.০৬.২০
মন্তব্য করুন