পরাজয় মেনে নিয়ে মুছে যেতে আসিনি
তুমি ভালোবাসো বলে আমি ভালোবাসিনি
ভালোবাসি আল্লা’র জন্য
ঘৃণা করি সেও তাঁরই জন্য।।
পৃথিবীটা দু’দিনের
বান্ধব সুদিনের হবো না
জালিমের সুরে সুরে সুর মিলিয়ে
করছি শপথ কথা কবো না।।
তাতে যদি জালিমের রোষানলে জ্বলি আমি
সে জ্বলন বুকে নিয়ে ধন্য।
ক্ষণিকের দুনিয়ায়
ক্ষমতার মোহে যারা পড়েছে
বিত্তের অহংকারে সত্যকে ভুলে যারা
মিথ্যার বালাখানা গড়েছে।।
হতভাগা তারা সব অন্ধ বধির
মূলত তারাই নগন্য।
১৪.০৬.২০
মন্তব্য করুন