ভুলে যদি যেতে চাও
ভুলে যেতে পারো,
বেধে রাখা যায়নি
ভালোবেসে কারো।।
ভুলে যায় পাখিরা
ভুলে যায় ফুল,
জোর করে স্মৃতি হতে
চাওয়াটাই ভুল।।
ভুলে যায় প্রিয়তমা
প্রিয় সংসারও…
তবু যদি কোনোদিন
ভুলে যাওয়া কবিতার মতো
আংশিক মনে পড়ে, বিচলিত হও;
জেনো রেখো বন্ধু, সবারই এমন হয়
অপরাধী হলে শুধু তুমি একা নও।
তাই,
ভুলে যায় নদীরা
ভোলে দুই কূল,
জোর করে স্মৃতি হতে
চাওয়াটাই ভুল।।
আকাশের মতো তুমি
খুলে যেতে পারো…
১৪.০৬.২০
মন্তব্য করুন