শুধু শাদা কালো নয়
আমার তোমাতে আমাতে ভয়
আমার সবটুকু ভালো কেনো
কেবল নিজের জন্য হয়।।
শুধু শাদা কালো নয়
আমার মানবিক পরাজয়
এ মন কেনো যে দেখতে চায়
কেবল একক সূর্যোদয়।।
আমি নিজের সঙ্গে নিজে
কেবলি যুদ্ধে লিপ্ত হই
আমি দোষে গুণে এক মানুষ
কখনো পরম সত্য নই।
আমার ভুল ত্রুটি মার্জনা
করে বুকে দিও আশ্রয়,
জানি ভুলের মাঝেই থাকে
আমার মানবিক পরিচয়।।
১১.০৬.২০
মন্তব্য করুন