আঁতকে উঠে ভাবি আমার দাবি
কেমন বদলে গেলো তোমার দেওয়া সুরে
তুমি শব্দগুলো নিলে যখন ঠিকই
তখন আমায় কেনো ঠেলতে গেলে দূরে।।
তুমি আমার চোখে আকাশ দেখার নামে
দেখলে কেবল তোমার তারাগুলো;
বলো, আমার চোখের ভীষণ এ যন্ত্রণা
আনলো সেকি তোমার দেওয়া ধুলো??
আমি পুড়ছি কেনো তোমার এ রোদ্দুরে?
আহা! আমার লেখা কাব্য হাতে নিয়ে
ভিন্নস্রোতে ভাসলে কেমন করে,
বলো, শান্ত মনে ঝড় তোলা এই হাওয়ায়
আমায় নিলে কখন এ হাত ধরে??
আমি হন্যে হয়ে মরছি ঘুরে ঘুরে।
২৪.০৬.২০
মন্তব্য করুন