ঝরণা
তোর গান শুনবো না
আজ মন ভালো নেই
আজ মন ভালো নেই…
আজ কাটবে সারাদিন
ঘুরে ঘুরে পাহাড়েই।।
ঝরণা
তোর পাথর কাটা ঢেউ
আজ কাটছে আমাকেও,
তোর হালকা চালের সুর
আজ ভাঙছে এ দুপুর
হায় প্রথম বর্ষণেই।।
কেউ না জানুক তুই তো জানিস আমি অসহায়
ঝরা ফুলের গাল ছুয়েছি, এখন আমার দায়
তার সুবাস ভরে লেখতে হবে একটা এমন গান
পাথর এবং শান্ত জলের প্রেমের উপাখ্যান।
ঝরণা
আমি লেখবো এখন কি
তোর প্রতাপ ছুয়েছি!
তোর বিপ্লবী এই সুর
আজ ভাঙছে এ দুপুর!!
আমি ব্যর্থ শুরুতেই।।
২২.০৬.২০
মন্তব্য করুন