তুমিও দেখেছো যেই তারকা
আমিও দেখেছি তাকে সেরাতে,
তোমার মতো করে অবহেলায়
পারিনি পারিনি চোখ ফেরাতে।।
তোমার টেবিলে রাখা ফুলদানিতে
রঙ বেরঙের কতো কাগজের ফুল
বিদ্রুপ করে বলে, ঝরা ও বকুল!
আমি বকুলের মালা গেঁথে এনেছি সাথে…
বিলাসী চায়ের কাপে রাখিনি এ ঠোট
শুকিনি কেবল শুধু কাগজের নোট
হৃদয়ের রঙ নিয়ে খেলেছি
তাই সহজেই ভালোবেসে ফেলেছি।
প্রতিটি বিকেল শেষে সন্ধ্যা নামে
ঘুমের ওষুধে মেটে জীবনের দায়
তবুও কতক পাখি ডানা ঝাপটায়
এবং কতক খোঁজে সুখ আমাতে।।
২৬.০৬.২০
মন্তব্য করুন