বার বার এসে থেমে যাই এই চরণে-
চলে যাবো একা রাখবে না কেউ স্মরণে!
বার বার আমি প্রশ্নবিদ্ধ হই
নশ্বর এই পৃথিবীকে নিয়ে ব্যস্ত কিভাবে রই?
আজ থেকে মোটে এক শতাব্দী পিছে
কোথায় সে রাজা কোথায় রাজ্য তার?
রক্তের দামে কেনা সে গোলাপ কই
দুই প্রজন্ম আগেকার সংসার?
মুছে গেছে সব আঙুলের টিপসই।।
যারা বলেছিলো পৃথিবী অনেক বড়
পৃথিবী তাদের রেখেছে কি সম্মান?
দু’হাতে কেবল পাথর করেছে জড়ো
মিটে গেছে শান, মিটিছে অবস্থান।
নশ্বর এই পৃথিবী চাই না প্রভু
চাইছি কেবল তোমার অনুগ্রহ,
বিপদে আপদে তুমিই আমার রব
তোমারই জন্য অনুরাগ, বিদ্রোহ;
তোমাতেই শুধু তোমাতেই নত হই।।
২৬.০৬.২০
মন্তব্য করুন