বিবাগী মনে তুই পাতিস সংসার
তোর কি হারানোর ভয় করে না
পাখি, তোর কি হারানোর ভয় করে না?
সাজানো ঘর কি মনে ধরে না?
পাখি, তোর কি হারানোর ভয় করে না?
ডালে ডালে তোর সহজ বিচরণ
সুরে সুরে ডাকাডাকি
শুনলে কোনো বাধা মানে না এই মন
কিভাবে একা বসে থাকি
আমার মন অনুমোদন করে না।
বুদ্ধি বিবেচনা পেয়েছে লোপ তোর
দৃষ্টি ঢেকেছে কি মেঘে,
জীবন চলবে না এমন তেলে জলে
এমন ঠুনকো আবেগে।
তবুও পাখি তুই যদি এ মন চাস
সে বহু আগে থেকে তোরই
আমার অধিকারে নেই তো সে এখন
কিভাবে তারে মানা করি
আমার ঘর তো এখন এই ঘরে না।
২৭.০৬.২০
মন্তব্য করুন