বুড়ো পাতায় লাগলো বাতাস
তরুণ পাতার কাপলো দিল,
সন্ধ্যা এলেও বন্ধা ও মন
পায়না ফিরে অন্তমিল।
বিবিধ ব্যথায় বিষন্ন মন
অমাবস্যা চন্দ্র ছোঁয়,
সুখের ভয়ে পূর্ণিমাতে
আঁচল টেনে মুখ লুকোয়।।
ও তার আকাশ থাকে কলশিবদ্ধ
জলায় মরে এক নিখিল।
ছোটো পাখি ছোটো পাখি
তোর গানে কি ভাঙবে ঘুম?
পূব আকাশে রক্তজবা
ফুটবে না কি এ মৌসুম??
আমার বন্ধু মরে এমন জ্বরে
বদ্ধ ঘরে শঙ্খচিল।
২৫.০৬.২০
মন্তব্য করুন