মেঘলা আকাশ, বৃষ্টির দিন
হৃদয় সেতারে রিণঝিন রিণঝিন রিণঝিন ঝিন
চিন চিন ব্যথায় দিন দিন কাতর নিরবে
হয়নি যা বলা কখনো বলা কি হবে?
পাতায় পাতায় টুপ টুপ টুপ
গভীর অরণ্যের ভেজা এ রূপ
দু’চোখে ধুপ
মৃত এ কূপ
ঘুমিয়ে থাকবে কি তবে?
মেঘের কাজল লেপ্টে দু’চোখে
বৃষ্টি হয়ে নামলে পলোকে
ভূলোকে দ্যুলোকে রিণঝিন ঝিন
কদম বনে বৃষ্টির দিন…
ভেজা পাখির ভেজা এ ঘর
ছোঁয় কি রে তোর শূন্য শহর
বুকের ভিতর
কাপে কি তোর
ভিন্ন রকম অনুভবে?
২১.০৬.২০
মন্তব্য করুন