মেঘের কাছে পত্র লেখি
পাইনা খুঁজে ডাকপিয়ন,
বৃষ্টি আমার উঠোন জুড়ে
নাচুক তোরই উচ্চারণ।।
আমার উদোম বুকের মাটি
দেখবি ছুঁয়ে শীতল পাটি
আমার চোখে তোর কারণ
দেখবি প্রেমের আন্দোলন।।
তোর জলে কেউ মরলো ডুবে
কেউ বা পেলো ঠাণ্ডা জর,
তবুও তোর ছন্দে তালে
ব্যকুল হলো এই অন্তর।
তুই যদি হোস এ বর্ষাতে
সঙ্গী তবে তোর দু’হাতে
করবো হৃদয় সমর্থন
দেবো রাণীর উচ্চাসন।।
২৭.০৬.২০
মন্তব্য করুন