মেঘ কালো ঢাকে আলো
ডাকে আঁধার
চমকালো সে আঁধারে
বিজুলি আমার।।
এ শহর সারাদিন
আজ একা একা ছাদে বসে ভিজবে
কেউ যেনো কাঁধে তার
হাহাকার রেখে এসো না
কেবল দুঃখ দিতে ভালোবেসো না
নাই বা দিলে উপহার।
পাখিদের ভেজা পাখ গোটানো
পাতার আড়ালে খোঁজে অবসর
জীবীকার ব্যাগ হাতে তবু কেউ
হৃদয়ের জ্বরে কাপে থরথর।
আমি তার ক্ষমাহীন
সেই দৃষ্টির তার ধরে ঝুলছি;
কেউ যেনো চোখে তার
চোখ রেখে ভুল বুঝো না
অযথা কষ্ট দিয়ে দূরে ঠেলো না
নাই বা নিলে তার ভার।
২৮.০৬.২০
মন্তব্য করুন