চাকরির পরীক্ষার জন্য তোমার সন্তান যখন আমার নাম মুখস্থ করবে তখনও তোমার চোখে আমি বেকুবই থাকবো। আমার কোনো একটা গ্রন্থের নাম আমি তোমার নামে রেখে দেবো। তোমার নাম জপে বিসিএস দেবে লক্ষ লক্ষ তরুণ। একজন কবি ভালোবেসে এর চেয়ে বেশি আর কিই বা করতে পারে বলো?
০৩.০৭.২০
মন্তব্য করুন