নিত্য নতুন তালে তুমি
আছড়ে পড়ো পালে
আমি চমকে উঠি দারুণ
তবু ভরসা রাখি হালে।।
রাখি সতর্ক দুই কান
জানি তোমার এ উত্থান
ডাকবে আমার পতন যদি
আটকা পড়ি জালে।।
তুমি এমনতর হাওয়া
তোমার সহজ আসা যাওয়া
দোল দিয়ে যায় আমার সকল
নাজুক ডালে ডালে।।
তবু যেই ঋতুতেই আসো
আমার থাকবে নজরদারি
পাবে স্রোতের প্রতিকূলে
আমার নৌকা সারি সারি।
০১.০৭.২০
মন্তব্য করুন