ভুলে ভুলে মশগুল এ সময়
লাগছে ভয়
সংশয় জাগছে
দূর করে দাও দয়াময়।।
চলতে পথে ভুল
বলতে কথা ভুল
ভুল এ মুকুলে বসে মৌ
পাবে বিষ তা মধু না আদৌ
বিষে বিষে হবে ক্ষয়…।
পড়ছি যা তা ভুল
গড়ছি যা তা ভুল
ভুল পথে মূল করে ক্ষয়
ভাবছি এই পথে আসবে বিজয়
নিদারুণ আসছে পরাজয়।
তুমি মাফ করে দাও হে দয়াময়
তুমি দূর করে দাও এ সংশয়…
০১.০৭.২০
মন্তব্য করুন