মুখোমুখি তুমি আমি
আর রূপালি ঐ চাঁদ,
তুমি ভালোবাসো পাগলামী
তাই সেজেছি উম্মাদ।।
এই আঁধার ঘন নীলে
তুমি একটু আলো দিলে
আমি সেই আলোতে মিশে
মুখ রাখবো তোমার বিষে;
হবো তোমাতে বরবাদ…
নেই অঢেল অর্থ-কড়ি
তবু তোমার প্রেমে পড়ি
এসো দু’জনে আজ রাতে
সেই প্রেমের সৌধ গড়ি
যার ভিত্তি ভালোবাসা
আর চুড়ায় সর্বনাশা
যত জীবনজ্বালা থাকে;
যদি দাও গো সাড়া ডাকে
আমি ভাঙবো সকল বাধ..
০১.০৭.২০
মন্তব্য করুন