সবাই মিলে খাচ্ছি গিলে
এক টেবিলে, কে বা
করবে জাতির সেবা?
রে ভাই… দেশ জনতার সেবা!
অধিকারের পক্ষে সবাই
ধরে ধরে করছি জবাই
সুখ-পাখিরে সুখ-পাখিরে সুখ-পাখিরে;
এভাবেই নিচ্ছি নাকি
এগিয়ে দেশ-জাতিরে দেশ-জাতিরে দেশ-জাতিরে..!
সবাই মিলে খাচ্ছি গিলে এক টেবিলে…
পার হয়ে যাচ্ছে যেদিন
সেদিনের নাইতো খবর,
ইতিহাস লেখছি বা কেউ
খুঁড়ে খুঁড়ে পুরোন কবর!!
কেউ আবার দেখছি বসে
দেখছি হিসেব কষে
যদি লাভ হয় তো বলি
না হলে সামলে চলি
সত্যটাকে আড়াল করি সবাই মিলে…
নাদানে কয় না কথা
না জানে উল্টে খেতে
তবুও দিচ্ছে সে মই
ফসলে পরের খেতে;
এভাবেই আমরা সবাই
ধরে ধরে করছি জবাই
সুখ-পাখিরে, দেশ জাতিরে; এই মিছিলে
একসাথে বলছি কথা সবাই মিলে…
১১/১০/২০
মন্তব্য করুন