ওলিগলি ঘুরে শেষমেশ তোর চৌকাঠে রাখি পা
তুই আমাকে ফিরাস না,
বাধ ভাঙা ঢেউ যা নিয়েছে নিক তুই যদি ভরশা
আমি এখনো নিরাশ না।।
মনরে ও মন তুই আমাকে ফিরাস না…
শরীরের কাদা ছেনতে ছেনতে তোকে যে ভুলেছি কবে
তোর সাথে ছিলো মাখামাখি খুব দুরন্ত শৈশবে।।
এখন বিকেল শুধু তোকে চায়তুই বুঝি চাস না?
প্রিয় মানুষের মনের খবর
আর শত প্রয়োজনের খবর
রাখতে ফুরোলো বেলা
হায় তুই পেলি অবহেলা…
সবকিছু ছেড়ে তোর চৌকাঠে এখন কি দেখা হবে?
চলনা দু’জনে এক হয়ে যায় সন্ধ্যার উৎসবে।।
রাত্রি নামলে শরীরে আমার চাঁদ হয়ে যাস যা…
০৯.১১.২০
মন্তব্য করুন