ছোটো পাখি, তুই ক্যান এতো কথা কস
তুই ক্যান একরোখা, ঘাড় ত্যাড়া, হুটহাট প্রতিবাদী হস?
তোর কথা কতদূর যায়?
দেয়ালের ঐপাশে যারা থাকে তাদের কি কানে পৌছায়?
ছোট পাখি চুপ কর, শিকারীর আনাগোনা বনে
যদি তোর ডাকাডাকি শোনে
তাক করে বন্দুকের নল
সময় দেবে না এতটুকু
তারপর কথাও ফুরোবে, মিটে যাবে সব চাওয়া পাওয়া।
ছোটো পাখি, তুই ক্যান শিখিস না দেখে-
ওরা সব কালিঝুলি মেখে
সঙ সেজে মিষ্টি কথা কয়,
আজকাল ওদেরই তো জয়।
তোর এতো জ্বলে ক্যান
বনে যদি দাবানল লাগে
উড়ে যাস অন্য কোনো বনে;
তবু তুই চুপ কর
তোর কথা শোনে কয় জনে!
২২.১০.২০
মন্তব্য করুন