দিনমজুরের জোয়ান ছেলে হঠাৎ করে হারায় যায়,
আমরা তাতে রা করি না, ভয়ের চোটে মারাই যাই!
কিন্তু যদি কর্তাবাবুর অসময়ে বীর্যপাতের
খবর শুনি, আওয়াজ দিয়ে তিড়িং করে খাড়ায় যাই।
হাজার মারের দাগ নিয়ে যে অন্ধকারে মলম লাগায়
তার শরীরে হাত দিলে সেই ক্ষতই কি আর বিবেক জাগায়!
তুলতুলে গাল, পাঁচ আঙ্গুলের ছোঁয়া পেয়েই লাল হয়ে যায়
ঠিক তখনই বিবেক জাগে, সকল সোনার আগায় আগায়।
মানবতার গান গেয়ে আর ভুলাসনে মন দোহাই লাগে,
বসন্ত সব ধনী লোকের ব্যালকনিতে পয়সা মাগে।
২৭.১০.২০