পাতাগুলো ঝরে যেতেই বাকলের চিরগুলো স্পষ্ট হয়ে উঠলো,
তুমি বললে শীত আমার ভালো লাগে না
অথচ শীতকে অতিক্রম করেই বসন্তে প্রবেশ করতে হবে।
নতুন সবুজের প্রসববেদনায় জর্জরিত শীত আমাকে ডাকছে-
আমি একটা আগুনের স্তুপ তৈরি করছি
যদি চাও, পাশাপাশি বসে শীতকে উপভোগ করতে পারি।
২৯.১০.২০
মন্তব্য করুন