ভালোবেসে কেউ বনে যেতে চায়
কেউ ভালোবেসে শহর বানায়
আমিই কেবল ভালোবেসে বেসে
জড়ো করি সব পাখির ডানায়।।
তুমি কি দেখনা ভালোবাসাহীন
কিভাবে যাচ্ছে আমাদের দিন;
শুধু ছুটে চলে অর্থের পিছে
পরষ্পরের বাড়ছে যে ঋণ।।
ঋণখেলাপির তকমা লাগিয়ে
চলতে কি আর আমাকে মানায়
তাই যতো সব ভালোবেসে বেসে
জড়ে করি এই পাখির ডানায়…
ইট কাঠ বালি আর এক ফালি
শহরের ছাদে ঝুলে থাকা চাঁদ
ভালোবেসে কেউ তোমাকে ছাড়াই
প্রেমের কাব্য করছে আবাদ।।
অথচ আমার প্রেমের কবিতা
তোমার জন্য আটকিয়ে যায়
পাখিদের এই শহরে বন্ধু
তোমাকে ছাড়া কি আমাকে মানায়?
৩১.১২.২০
মন্তব্য করুন