থেকে থেকে
ভ্রান্তিতে পথ গেলে বেঁকে
থেমে যাই, খুঁজি তোমায়
নিজেই আবার নিজ থেকে;
তোমার রহম নাজিল হয় তখনই।।
জানি বিশ্বাসী মন
হতাশায় ভেঙে পড়ে না
ব্যথা পায়, আশাহত হয়
তবুও সে পথ থেকে সরে না
তার থেকে আর কে আছে ধনী?
তোমাকে পায় সে ডাকে যখনই।।
মাঝে মাঝে মেঘ ঢেকে দেয়
মনের আকাশ ঝড়ো বাতাসে
এলোমেলো হয়ে যায় সব
তোমাকে ডেকে সান্ত্বনা পাই ওগো রব।
এই অবারিত মাঠ
ফুলে ও ফসলে ভরে যায়
সেজদায় যেনো কাঁদি তখন
শুকরগুজারি হয়ে ডাকি তোমায়।
অহংকারী যেনো না হই আমি
নফসের ধোকা থেকে বাঁচিও তুমি।।
০১.১২.২০২০
মন্তব্য করুন