আমার এক জানালায় আকাশ ছিলো
আর জানালায় বন
মন রে ও মন
তুই পাখির কথা শোন।।
যেই জানালায় আকাশ ছিলো
সেই জানালায় মেঘ
মেঘের ঘরে বৃষ্টি ছিলো;
তার মনে উদ্বেগ-
‘আমি উড়বো কতক্ষণ।।’
আর জানালায় বনের খাতা
ভরে ছিলো সবুজ পাতা
শাখায় শাখায় ফুল জানালো
আমায় নিমন্ত্রণ।
আমি পাখির মতো উড়বো সেথায়
ইচ্ছে যতক্ষণ…
আমি দুয়ার খুলে বনের পথে
যেই বাড়ালাম পা,
বৃষ্টি ছুয়ে দিলো সবার
প্রথম আমার গা।।
বৃষ্টি ভেজা মন তুই পাখির কথা শোন
আকাশ পেয়ে যাসনা ভুলে বনের নিমন্ত্রণ।
১২.০১.২১
মন্তব্য করুন