আমি কিছু করতে চাই তাই আমার ভুল হবেই
তোমরা যারা চুপচাপ থাকো, তাদের কিসের ভুল
শুধু আমার ভুলগুলো নিয়ে বাধাও হুলুস্থুল।।
মানবিক কোনো ভুলের ঊর্ধ্বে নই
ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবোই;
সত্য কথা বলতে আমি
সত্য পথে চলতে আমি
হতে রাজি তোমাদেরও চক্ষুশূল।।
শয়তানের প্ররোচনায়
কিংবা কারো ধোকায়
অথবা নিজেই নিজের নির্বুদ্ধিতায়
ভুল তো আমার হবেই, আমি স্রষ্টা নই;
ক্ষমার আশা নিয়ে তাই এগিয়ে যাবোই।
স্রষ্টা আমাকে তুমি করো গো কবুল।।
১২/০১/২১
মন্তব্য করুন