আমি বুঝিনি কখন
আমার এ মন
পাথরের মতো হয়ে
গেছে যে এমন।।
এইতো সেদিন
সামান্য ব্যাথাতেই কেঁদে কেঁদে হায়
কতো ডেকেছি তোমায়,
প্রভু ডেকেছি তোমায়।।
অথচ এখন
পাথরের মতো হয়ে গেছে দু’নয়ন।
পাথর সরিয়ে দাও জাগুক নয়ন
ঝরণার জলে ডুবে ডুবে এই মন
এমন নরম হোক, ওগো দয়াময়
তোমার প্রেমের যেনো চাষাবাদ হয়।
কি জানি কখন এই দুনিয়া আমার
কেড়ে নিলো ঘুম
আকাশ কুশুম
চিন্তায় কেটে গেলো রাত্রি নিঝুম।
কি জানি কখন,
ঘন এ আঁধার ঘিরে মজেছে জীবন!
১৫.০১.২১
মন্তব্য করুন