এই নত মুখে বসে থাকা ভোর
দিতে পারে না পারে না উত্তর
কবে ফুটবে আলো
কাটবে এ আধারের ঘোর।।
ভ্রান্তির এ আধার ঘুচবে কবে
অশান্ত এ হৃদয় শান্ত হবে,
কবে জ্বলবে আলো বুকে তরুণ অরুণ
আমাদের মাথার উপর।।
খোদার কালাম নিয়ে বসে আছো কে
শত ফুল ফুটবে তোমার ডাকে
তুমি আওয়াজ তোলো এই দুয়ার খোলো;
তুমি বাসা বাধো বুকের ভিতর।
শান্তির এ পথেই আসবে বিজয়
নমনীয় শিরদাঁড়া আমাদের নয়
তুমি বলবে কথা সদা উঁচু করে শির
প্রশ্নের দেবে উত্তর।।
১১.০১.২১
মন্তব্য করুন