এতো এতো সামলে চলার পরও
কেনো যে ভুল হয়ে যায় প্রভু
সোজা পথ কখন যে যায় বেঁকে
বুঝিনা, তোমায় খুঁজি তবু…।।
জানি না জলের বিধান
সাগর তলের বিধান
জানিনা আমার বিধান কিবা;
তবু চাই আরশ ছায়ায় আমারে ঠাঁই দিবা।।
প্রভু
বুঝিনা তোমায়, খুঁজি তবু…
নীলিমার নীলের কি কাম
মানব মিলের কি কাম
কি কামে অকর্মারে নিবা;
শুধু চাই তোমার মায়ায় আমারে ঠাঁই দিবা।।
প্রভু
বুঝিনা তোমায়, খুঁজি তবু…
২০.০১,২১
মন্তব্য করুন