চেনা এক বৃক্ষের ডালে
সেদিন পড়ন্ত বিকালে
পাখি তুই বসে ছিলি একা
এখানেই শেষ হতো লেখা
যদি শিস না দিতিস…
এ গল্পের শুরু থাকতো না
কেউ অবেলায় পিছু ডাকতো না
হারানোর ব্যথা বুঝতো না মন
যদি প্রেম না দিতিস।।
পাখনার ঝেড়ে ফেলে ঘুম
তুই এনে দিলি রাত নিজঝুম
কবে এই রাত হলো দীর্ঘ এমন!?
যদি নাম না নিতিস।।
পাখি শিস না দিতিস…
০৩.০১.২১
মন্তব্য করুন