এই দৃষ্টির কাছে
বোবা দৃষ্টির কাছে
নত হয়ে আছে পৃথিবী,
তাই চোখে চোখ রেখে আমি
বলতে পারিনি হায়
ক্ষমা করে দিও আমাকে…
নিঃশ্বাসে নিঃশ্বাসে এতো নেয়ামত তার
কতটুকু অর্জন বলো আমাদের
আমার নিজের বলে কতটুকু আছে বলো
ভুলে গেছি এভাবে তাদের?
প্রভূ ক্ষমা করে দিও আমাকে।।
বিশাল এ আকাশের শূন্যতা মেপে মেপে
যে তারা ঘুমিয়ে পড়ে বুকেতে পাথর চেপে
ভাই বলে পরিচয় দিতে যে পারিনি তাকে,
ক্ষমা করে দিও আমাকে…
প্রভূ ক্ষমা করে দিও আমাকে…
মুনাফিক খুঁজে খুঁজে দাঁড়িয়েছি চোখ বুজে
আয়নাতে যখনি দাঁড়াই,
তবু যেনো কেউ ডেকে বলে যায় থেকে থেকে
তার থেকে কিভাবে পালাই?
আমি মুনাফিক পাই নিজেকে।।
১৫.০২.২১
মন্তব্য করুন